নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: মুম্বাইয়ে তনুশ্রী দত্ত অল্প পরিচিত মুখ হলেও সাম্প্রতিক অতীতে নানাবিধ কারণে চর্চার শিরোনামে এসেছেন বলিউডে ‘মি টু’ আন্দোলনের প্রবর্তক। এবার ফের বিস্ফোরক তথ্য নিয়ে হাজি তনুশ্রী! অভিনেত্রীর দাবি, গত এগারো বছর ধরে ‘বিগ বস’-এর প্রস্তাব পাচ্ছেন তিনি। সেটাও ১.৬৫ কোটির মতো বিপুল পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে। কিন্তু তনুশ্রী একাধিকবার ‘না’ বললেও নাকি নাছোড়বান্দা রিয়ালিটি শো কর্তৃপক্ষ! অভিনেত্রীর মত, “আমি কোনওদিন এরকম কোনও শোয়ে অংশগ্রহণ করব না, যেখানে অচেনা নারী-পুরুষকে একবিছানায় শুতে হয় কিংবা একবাড়িতে থেকে ঝগড়া করতে হয়।”
সম্প্রতি এক বলিউড মাধ্যমের সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত জানান, “গত ১১ বছর ধরে ‘বিগ বস’-এর প্রস্তাব ফিরিয়ে আসছি। ওরা তো আমার পিছনে পড়ে রয়েছে। প্রতিবার শোয়ে অংশগ্রহণ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি ওইধরণের জায়গায় থাকতে পারি না আসলে। নিজের পরিবারের সঙ্গেই থাকি না আমি। আমার মতে, সকলের আলাদা স্পেসের প্রয়োজন।” এখানেই থামেননি অভিনেত্রী। ওই সাক্ষাৎকারেই তনুশ্রীর সংযোজন, “ওরা আমাকে ‘বিগ বস’-এ অংশ নেওয়ার জন্য ১.৬৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। এমনকী আমার সমকালীন আরেক অভিনেত্রীকে ওই টাকার বিনিময়েই রাজি করিয়েছিল। এমনকী ‘বিগ বস’ শোয়ের জনৈক স্টাইলিস্ট আমাকে জানিয়েছিল, চাইলে আরও বেশি টাকাও দিতে পারে ওরা। কিন্তু আমি সেপ্রস্তাব ফিরিয়ে দিই।