লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছে মিঠুনের নাম।
নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: মিঠুন চক্রবর্তী মহাগুরু। তাঁকে এমনই এমনই মহাগুরুবলা হয় না। তাঁর মধ্যে আছে প্রচুর প্রতিভা। বলিউডের ডিস্কো ডান্সার। বাংলার মৃগয়া, ফাটা কেষ্ট, প্রজাপতি। দুনিয়া তাঁকে চেনে জিমি নামে। বক্স অফিসে ঝড় তুলতেন এক সময়। এখনও সিনেমার পর্দায় এসে দাঁড়ালে, এখনও হইচই ফেলে দেন। আট থেকে নয়ের দশক বলিউডকে রেখেছিলেন নিজের হাতের মুঠোয়। কখনও শ্রীদেবীর সঙ্গে প্রেমের গুঞ্জন। কখনও রাজনৈতিক বিতর্ক। যাই হয়ে যাক জীবনে, মিঠুন চক্রবর্তী একেবারে বিন্দাস বাদশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিনে কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে, একের পর এক বোমা ফাটালেন মহাগুরু। তাঁর কথা শোনার জন্য মুখিয়ে থাকে ভক্ত মহল।
লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছে মিঠুনের নাম। কেননা, গোটা বিশ্বে মিঠুন ছাড়া অন্য কোনও অভিনেতা এমন নেই, যার এক বছরে ১৯ টি ছবি মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে শুটিং ফ্লোরে মিঠুন অভিনয় করতেন ৬৫ টি ছবিতে! হ্যাঁ, এই সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি। মিঠুনের কথায়, আমার সিনে কেরিয়ারে এখন পর্যন্ত আমি অভিনয় করেছি মোট ৩৮০ টি ছবি। এখনও ছবি করছি। শুধু যেটা আমার ভাল লাগে। প্রভাসের সঙ্গে দেশাত্মবোধক গল্প নিয়ে ফৌজি, রজনীকান্তের জেলার ২ এবং দেবের সঙ্গে বাংলা ছবি প্রজাপতি ২। তিনটে ছবির চরিত্রই একেবারেই আলাদা। আর আমার খুব সহজ লেগেছে।
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বহুল চর্চিত ছবি দ্য বেঙ্গল ফাইলস-এ দেখা যাবে মিঠুনকে। সেই ছবি ঘিরে বিতর্ক নিয়ে বলতে গিয়ে মিঠুন জানান, ”ঠিক যখন তুমি সত্যিটা দেখানোর চেষ্টা করবে, তখনই বলা হবে, রাজনৈতিক প্ররোচনা।”