Monday, October 20, 2025
Ad

শ্রাবনী মেলার সমাপ্তি ঘোষনা করলেন মন্ত্রী বেচারাম মান্না।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: দীর্ঘ একমাস ধরে চলা শ্রাবনী মেলার সমাপ্তি ঘোষনা করলেন রাজ‍্যের মন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে মেলার সমাপ্তি ঘোষনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হুগলী জেলা শাসক মুক্তা আর্য‍্যা সহ অন‍্যান‍্য বিভাগীয় আধিকারিকগন। প্রতিবছর শ্রাবণ মাস জুড়ে দুর দুরান্ত থেকে বহু পূণ‍্যার্থী তারকেশ্বরে আসেন বাবার মাথায় জল ঢালতে। এদিন জেলা প্রশাসন, ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি পৌরসভার উদ‍্যোগে বৈদ‍্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত নির্মল শ্রাবনী মেলা কর্মসূচিও পালন করা হয়।

মন্ত্রী বেচারাম মান্না জানালেন, ১৯ শে অগাষ্ট পর্যন্ত যে শ্রাবনী মেলা চলেছে, এদিন তার সমাপ্তি ঘোষনা হল। এই মেলা অত‍্যন্ত সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। যে সব বিভাগের উপরে মেলার নিরাপত্তা, জলযাত্রী সুরক্ষার সাথে পানীয় জল, পরিচ্ছন্নতা এসব কিছুর দায়িত্ব যযে সব বিভাগের উপরে ছিল, তারা সকলেই নিজ দায়ীত্ব সঠিক ভাবে পালন করেছেন। এই বছর শ্রাবনী মেলায় রাজ‍্য ও রাজ‍্যের বাইরে থেকে প্রায় ৮০ লক্ষ ভক্ত সমাগম হয়েছিল। এবার এই মেলাকে কেন্দ্র করে প্রায় ৮০০ কোটি টাকার ব‍্যবসাও হয়েছে। যাদের জন‍্য এই বছরের শ্রাবনী মেলা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে, তাদের প্রত‍্যেককে ধন‍্যবাদও জানিয়েছেন বেচারাম মান্না।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article