গতবছর ট্রেনে ভিড়ের কারনে যেতে পারিনি, তাই এবছর আগেভাগে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি : এনামুল হক।
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবছর ২১ শে জুলাই দিনটিকে শহীদ দিবস পালন করা হয়। কোলকাতার ধর্মতলায় এই শহীদ সমাবেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। এবছরও রাজ্য জুড়ে শহীদ দিবসের প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মিটিং, মিছিল,পথসভা। আর উত্তরবঙ্গ থেকে যারা শহীদ সমাবেশে যোগ দিতে যান তারা সাধারণত দুই- তিন দিন আগেই কোলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তবে ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর সাড়িপাকুড়ি এলাকার বাসিন্দা এনামুল হক মঙ্গলবারই কোলকাতার ধর্মতলার উদ্দেশ্য বেড়িয়ে পড়েছেন। এদিন বাড়ি থেকে সাইকেল নিয়ে তিনি শহীদ সমাবেশে যোগ দিতে বেড়িয়ে পড়েছেন। এদিন তাকে সংবর্ধনা জানান ক্রান্তি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মালতি টুডু, উপপ্রধান আজিজার রহমান, পঞ্চায়েত সমিতির সদস্যা মান্টি রায় সহ অনেকে। পাশাপাশি এনামুল হকের হাতে জলের বোতল ও শুকনো খাবারও তুলে দেন তারা।সাইকেলে করে ধর্মতলার উদ্দেশ্য বেরিয়ে এনামূল হক বলেন, “গতবছর শহীদ সমাবেশে যোগ দিতে যেতে চেয়েছিলাম। কিন্তু ট্রেনে অত্যধিক ভিড় থাকায় যেতে পারিনি। তাই গত বছরই সিদ্ধান্ত নিয়েছিলাম সাইকেলে করে যাব। তাই আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম।”