বলিউডের মতো রাজনীতির পিচেও নিত্যদিন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কঙ্গনাকে।
নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত রাজনীতির প্রতি বিরক্ত হয়ে উঠেছেন। মাণ্ডির সাংসদ পদপ্রাপ্তির সবে বছর ঘুরেছে। আর এর মাঝেই রাজনীতি নিয়ে তিতিবিরক্ত কঙ্গনা রানাউত। সদ্য এক সাক্ষাৎকারে তেমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন নেত্রী-অভিনেত্রী। বলিউডের মতো রাজনীতির পিচেও নিত্যদিন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কঙ্গনাকে। সংসদীয় এলাকার বাসিন্দাদের ছোটখাট সমস্যা নিয়ে দরবারে হাজির হওয়াতেই নাকি বেজায় চটেছেন ‘মণিকর্নিকা’। আর সেই প্রেক্ষিতেই বিরক্তির উদ্রেক ঘটেছে সাংসদের।
কঙ্গনার মন্তব্য, “সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করব?” কেরিয়ার নিয়ে মুখ খুলেছিলেন সাংসদ-অভিনেত্রী। সেখানেই কঙ্গনা জানান, “আমি বেশ বুঝতে পারছি, রাজনীতি একেবারে অন্যরকম একটা কাজ। মূলত সমাজসেবা করা। একেবারেই বলব না, আমি এটা উপভোগ করছি। কারণ আমার রাজনৈতিক কোনও ব্যাকগ্রাউন্ড নেই। অতীত অভিজ্ঞতাও নেই। তাই আমি কোনওদিন মানুষের সেবা করব বলে ভাবিওনি। নারীদের অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলেছি। তবে সেটার সঙ্গে জনসাধারণের কাজ সামলানোর কোনও মিল নেই।”