Wednesday, April 9, 2025
Ad

সমাপ্তি হল প্রথম বর্ষের বৈদ‍্যবাটি বই মেলা।

Must read

Book Fair

বন্দনা ভট্টাচার্য, হুগলী: সমাপ্তি ঘোষনা হল প্রথম বর্ষের বৈদ‍্যবাটি বই মেলা। সমাপ্তি ঘোষনা করেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন। বৈদ‍্যবাটির বি এস পার্কে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ১১ই জানুয়ারি। আজ তার শেষ দিন। নামী পুস্তক বিক্রেতারা তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বুক স্টলে।এই মেলায় মোট ২৪টি স্টল দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান, খেলনার দোকান, প্রশাধন সামগ্রী সহ রকমারি নিত‍্যপ্রয়োজনীয় ও অন‍্যান‍্য জিনিসের দোকান। মেলা চলাকালীন প্রতি সন্ধ‍্যায় বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন ছিল। একাধিক গুনিজনেরা বই মেলায় উপস্থিত ছিলেন। শেষ দিনে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধান আদিত‍্য নিয়োগী সহ অন‍্যান‍্যরা।এই মেলা প্রশঙ্গে বৈদ‍্যবাটি পৌরসভার পুরপ্রধান পিন্টু মাহাত বলেন, বৈদ‍্যবাটি পৌরসভার উদ‍্যোগে বৈদ‍্যবাটি শহরে বিভিন্ন ধরনের উৎসব হয়। শুধু বই মেলা হতো না। বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষ ও বইপ্রেমী মানুষ বারবার দাবি জানিয়েছে এই শহরে বইমেলার জন‍্য। সকলের দাবি মেনেই খুব কম সময়ে এই বছরে বই মেলার আয়োজন করা হয়েছিল। আগামী বছর আগাম প্রস্ততি নিয়ে আরও বড় করে আয়োজন করা হবে। বৈদ‍্যবাটি শহরের সকল বইপ্রেমী মানুষদের দাবিতেই এই বইমেলার আয়োজন বলে জানিয়েছেন পিন্টু মাহাতো।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article