Monday, October 20, 2025
Ad

হুগলী জেলায় প্রথম লোকনাথ ব্রহ্মচারী মিলন মেলা। 

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: ২৩ শে জানুয়ারি থেকে শুরু হল লোকনাথ মিলন মেলা উৎসব। রিষড়া ক‍েভেন্টার’স সংলগ্ন এলাকার বিশাল অংশ জুড়ে এই মিলন মেলার আয়োজন করে হুগলী জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ। মেলার এটি দ্বিতীয় বর্ষ।লোকনাথ ব্রহ্মচারীর একাধিক মন্দির থাকলেও হুগলী জেলায় এই প্রথম লোকনাথ ব্রহ্মচারী মিলন মেলা। এদিন সকাল থেকেই দুরদুরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন মন্দির প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন গঙ্গাসাগর, মায়াপুর সহ একাধিক জায়গার সন‍্যাসীরাও। এদিন ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু হয় বিশেষ পূজো। দুপুরে ভোগ প্রদান ও সন্ধ‍্যায় আরতি। মন্দিরে ভোগ নিবেদনের পর দুপরে অগনিত ভক্ত ভোগ প্রসাদ গ্রহন করেন। এই উৎসবকে ঘিরে মেলাও বসেছে। মেলা চলবে ৩১ তারিখ পযর্ন্ত। রিষড়ার ১৬ নং ওয়ার্ডের পৌর সদস‍্য ও লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সম্পাদক অভিজিৎ দাসের নেতৃত্বে এদিন দুস্থদের মধ‍্যে কম্বলও বিতরণ করা হয়। এই প্রশঙ্গে লোকনাথ সেবক সংঘের সম্পাদক বলেন, শুধু রাজ‍্য নয়, রাজ‍্যের বাইরে থেকেও অনেক ভক্ত এই মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন। এসেছেন সাধু সন‍্যাসীরাও।

গঙ্গাসাগর, মায়াপুর, ইস্কন, রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম সংঘ থেকে এই সন‍্যাসীরা মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন। সারা দিনের পূজো পাঠ শেষে সংঘঠনের তরফে একটি সাংবাদিক সম্মেলন করেন। সংগঠনের সভাপতি এবং সম্পাদক মিলন মেলা প্রশঙ্গে সবিস্তারে বলেন সাংবাদিকদের।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article