Sunday, October 19, 2025
Ad

শারদউৎসবে পূজা কমিটি গুলিকে অনুদানের চেক প্রদান।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

দুর্গাপূজা কমিটির জন্য প্রশাসনের সাধারণ নির্দেশিকা।

নিজস্ব সংবাদদাতা, কুলপি: দুর্গাপুজো উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি কুলপি থানার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হল পথের সাথী হলে। মঙ্গলবার কুলপি থানা সমন্বয় কমিটির আয়োজনে ৭২ টি পুজো কমিটিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। জানাযায়, কুলপিতে এবছর ১০৩ টি দুর্গোৎসব হবে। এরমধ্যে ৫৩ টি অনুমোদিত পুজো কমিটি রয়েছে। এবং পাঁচটি মহিলা পরিচালিত পুজো কমিটি রয়েছে।

এদিন চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুদ্বিপ্ত আচার্য, সাংসদ বাপি হালদার, সি.আই তিতাস কুমার মিত্র, ব্লক আধিকারিক সৌরভ গুপ্তা, বিধায়ক যোগরঞ্জন হালদার, দমকল আধিকারিক ওবায়দুল্লাহ পুরকাইত,
বিদ্যুৎ বিভাগীয় আধিকারিক কৌশিক মজুমদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক পৃথিস সিনহা,
ট্র্যাফিক ইন্সপেক্টর দিলীপ কুমার (পুজোর নোডাল অফিসার), কুলপি পঞ্চায়েত আর শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার প্রমুখ।

উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা পূজো কমিটিদের উদ্যেশ্যে বেশ কিছু নির্দেশিকা দেন, পূজার অনুমতি নিতে হবে প্রশাসন থেকে এবং দূষণ নিয়ন্ত্রণের জন্য একটি অঙ্গীকারপত্র জমা দিতে হবে।পূজার সময় আইনশৃঙ্খলা বজায় রেখে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা প্রস্তুত।
মণ্ডপ ও প্রতিমার উচ্চতা নিয়ন্ত্রণ, মাইক ব্যবহারের নির্দিষ্ট নিয়ম এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলতে হবে।
মণ্ডপে পর্যাপ্ত আলো ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে।
বিদ্যুৎ বিভাগ থেকে অনুমতি নিয়েই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করতে হবে। অগ্নিকাণ্ড এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মণ্ডপে আগত দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়। বিশেষ করে জাতীয় সড়কের পাশের পূজা কমিটি গুলিকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়।

আইন হাতে না তুলে নেওয়ার আবেদন রাখেন কুলপি থানা আধিকারিক সেখ জাহাঙ্গীর আলী। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার কথা বলেন। তিনি জানান, প্রতিটি মণ্ডপে সিভিক ভলেন্টিয়ার থাকবে, পুলিশ টহল দেবেন। এবং বিসর্জনের তারিখ ও সময় আগে থেকেই প্রশাসন কে জানাতে হবে।
সাংসদ বাপি হালদার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পুজো পরিচালনা করার আবেদন করেন। এবছর জেলার দুর্গাপূজা কার্নিভাল রাইদিঘি ও মথুরাপুরের সংযোগস্থল শ্রীমতি তে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। কুলপি থেকে তিনটি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article