Monday, July 28, 2025
Ad

বেনারসের “বরাণসী” এবার বসিরহাটে।

Must read

এবার বসিরহাট পৌরসভার প্রগতি সংঘের দুর্গাপুজোর থিম ‘বারাণসী’।

 নিজস্ব প্রতিনিধি, উঃ ২৪ পরগনা: গত কয়েক বছর ধরে বসিরহাট পৌরসভার অন্তর্গত প্রগতিসংঘ খুবই ভালো পুজো করছে। ঝুঁকেছে থিম পুজোর দিকে। ভরা বর্ষায় রাস্তায় হাঁটু জলে ভেসে চলা শহর বসিরহাট, তারই মাঝখানে দাঁড়িয়ে খুঁটি পুজোর মন্ত্রোচ্চারণ। সেই জলের ঢেউয়ে যেন ভেসে আসে গঙ্গাতীরের আরতির সুর। একফোঁটা বৃষ্টির জলে প্রতিফলিত আলোয় দূর থেকে মনে হবে, এ যেন বসিরহাটে গড়ে ওঠা এক টুকরো “বারাণসী” এমনই উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।উত্তর ২৪ পরগণার বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আস্তানা রোডে প্রগতি সংঘের এবারের দুর্গাপুজোর থিম ‘বারাণসী’। বৃষ্টির জলে ভিজে থাকা রাস্তাগুলো যেন হয়ে উঠছে ঘাটের ধাপ। উদ্যোক্তারা জানিয়েছেন, খুঁটি পুজোর দিন থেকেই শুরু হচ্ছে থিমের সূচনা।

তিলোত্তমা কলকাতার থিম পুজোর জাঁকজমককেও টেক্কা দিচ্ছে জেলার কিছু মণ্ডপ। এবারও বসিরহাটে সেই থিম পুজোর রমরমা বজায় রেখে প্যান্ডেলে গড়ে উঠবে বারাণসীর গঙ্গার ঘাট। সন্ধ্যা আরতির আলো আর শঙ্খ ধ্বনির পরিবেশ। প্যান্ডেলের প্রতিটি কোণ থেকে বয়ে যাবে বারাণসীর বাতাস, থাকবে ঘণ্টা ধ্বনি, আরতির আলোয় কাঁপতে থাকা বাতাস, মোমবাতির রেখায় ঝিলমিল করতে থাকা জলের ছায়া। প্যান্ডেল চত্বর জুড়ে থাকবে ঝর্ণার জলস্রোতের মতো সাজসজ্জা। প্রতিমাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। উদ্যোক্তারা জানিয়েছেন, থিমের সঙ্গে মানানসই করে প্রতিমার অলঙ্করণ ও রঙে থাকছে বারাণসীর ছোঁয়া। স্থানীয় শিল্পীরা দিনরাত এক করে সাজাচ্ছেন প্যান্ডেল, যেন প্রতিটি দর্শনার্থীর মনে থাকে এই থিমের ছোঁয়া।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article