নিজস্ব প্রতিনিধি, ঢোলাহাট : কাজের টোপ, পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে মঙ্গলবার গভীর রাতে এক যুবককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম আরিফ হোসেন মীর (২৯)। আরিফ ঢোলাহাট থানা সিভিক ভলেন্টিয়ার্স। তাকে ঢোলা হাটের দক্ষিণ বিরামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৪১৭আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার্স।

- Advertisement -