নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ : প্রায় এক কোটি টাকা তছরুপের অভিযোগে মঙ্গলবার রাতে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের এক শাখা ব্যাংকের ম্যানেজারকে গ্রেফতার করল হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ধৃতের নাম গৌতম মণ্ডল (৫৭)। তাকে কলকাতার নেতাজিনগর থানার বৈষ্ণবঘাটা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ আইপিসি ধারায় মামলা রুজু করে বুধবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ৮দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গিয়েছে, কলকাতার নেতাজীনগর থানার বাসিন্দা গৌতম মন্ডল। হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার সিতারামপুর গ্রামে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের শাখা ম্যানেজার। গত ইং ২৬/০৮/২০২২ তারিখে একটি অভিযোগ জমা পড়ে এই শাখা ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে। অভিযোগের পর থেকে ভাড়া বাড়িতে থাকতেন গৌতম মন্ডল। অভিযোগ, ডিপোজিটারদের টাকা প্রি ম্যাচিওর হওয়ার আগে নিজের ক্ষমতা প্রয়োগ করে সেই টাকা গ্রাহকদের না জানিয়ে তুলে নিজের একাউন্টে জমা করেছে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসার পর ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজারের পক্ষ থেকে হারউড পয়েন্ট কোস্টাল থানায় সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।এরপর গতকাল রাতেই কলকাতার নেতাজিনগর থানার বৈষ্ণবঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয় গৌতমকে।
কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি জানান, হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার সীতারামপুরে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের শাখা ম্যানেজার গৌতম মন্ডলের বিরুদ্ধে ডিপোজিটারদের টাকা নয়ছয় করার অভিযোগ আসে আমাদের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দেখা যায় ৯০ লাখের বেশি টাকা নয়ছয় করা হয়েছে। এরপর শাখা ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মধ্যে ।