নিজস্ব প্রতিনিধি, রায়দিঘী: রায়দিঘীর নগেন্দ্রপুরে বাবা-মাকে বাঁচাতে গিয়ে মৌমাছির কামড়ে মৃত্যু হল ১ ব্যক্তির। ওই ব্যক্তির নাম সুরজিৎ কয়াল। স্থানীয় সূত্রে জানাগেছে, সুরজিৎ কর্ম সূত্রে স্ত্রী সন্তানকে নিয়ে কলকাতার বাইরে থাকতেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। বাড়িতে এসে নিজেই রান্না করতে যান। তবে তিনি যানতেন না তাঁর অজান্তেই বাড়ির বাগানে বাসা বেঁধেছে মৌমাছির দল। সুন্দরবনের ত্রাস ডাঁশ মৌমাছির বাসাটি বড়োও হয়েছিল সেখানে। রান্না করার সময় ধোঁয়া লাগায় সেই চাক থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে আসে রান্নাঘরে। প্রথমে সুরজিৎ এর বাবা ও মাকে কামড়াতে আসে মৌমাছি। চিৎকার শুনে সুরজিৎ তার বয়স্ক বাবা ও মাকে জড়িয়ে ধরে। এরপর একঝাঁক মৌমাছি কামড় বসায় সুরজিৎ এর পিঠে। যন্ত্রণায় লুটিয়ে পড়ে সে।
এরপর প্রতিবেশিরা ছুটে এসে সুরজিৎকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এরপর রায়দিঘী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশমর্গে পাঠায়।
মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।