Sunday, October 19, 2025
Ad

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে। আর তারপরেই দৈহিক নির্যাতন। পঞ্চায়েতে খরচের হিসাব চাওয়ায় দলেরই পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলেও সরব হয়েছেন তিনি। চারঘাট পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই কাঠমানি নেওয়ার অভিযোগ উঠছিল। পাশাপাশি গত ৩ বছর প্রধান টুম্পা সর্দার পঞ্চায়েতের আয়-ব্যয়ের হিসাব দেননি বলে অভিযোগ।

মঙ্গলবার পঞ্চায়েতে বৈঠক চলাকালীন ১৫৬ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায় হোড় বিগত ৩ বছরের আয় ও ব্যয়ের হিসাব চান। পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ করেন। এই নিয়ে প্রধানের সঙ্গে তর্কবিতর্ক বাধে। অভিযোগ, দীর্ঘক্ষণ তর্ক-বিতর্ক চলার পর হঠাৎই পিঙ্কি রায় হোড়ের উপর চড়াও হন প্রধান। পঞ্চায়েত সদস্যকে মারধর করেন। হুমকিও দেন বলে অভিযোগ। এরপর পিঙ্কি রায় হোড় প্রথমে চিকিৎসা করান। এবং সেই মেডিক্যাল রিপোর্ট নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আক্রান্ত পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায় হোড় বলেন, “পঞ্চায়েতের অ্যাকাউন্ট খালি। কোথায় কত খরচ হয়েছে, তার হিসাব দেওয়া হয় না। সেই হিসাব চাওয়াতেই আমাকে প্রধান দিদি মেরেছেন। আমি যতবার বলেছি, হিসাব দিন। উনি বলছেন, আমি হিসাব দেব না। যা করার করে নাও। যেখানে যাওয়ার যাও। আমি এর বিচার চাই। কত টাকা কোথায় হেরফের করেছেন, আমি বুঝতে পারছি না। পঞ্চায়েতে দুর্নীতি চলছে। আমি দলকে সব জানিয়েছি। দল আমার পাশে রয়েছে।”

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article