নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: তৃণমূল সাংসদ অভিনেতা আগে অবশ্য ছিলেন বিজেপির নেতা। পরে দল বদল করেন। আজ দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই উপলক্ষে মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠান শত্রুঘ্ন সিনহা। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বেশ কয়েকজন বিরোধী নেতা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। তবে, সবার নজর কেড়ে নিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তিনি যে ছবি পোস্ট করেছেন, তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে উল্লেখ করে একটি ছবি পোস্ট করেছেন আসানসোলের তৃণমূল সাংসদ। সেই ছবিতে শত্রুঘ্ন ও নরেন্দ্র মোদীকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তৃণমূল সাংসদ লিখেছেন, ‘একসময়কার বন্ধু সবসময় বন্ধুই থাকে, অবশ্যই!!!’ রাজ্যের শাসদলে আসার পরে তিনি বহুবার কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। সৌজন্যের খাতিরে রাজনৈতিক নেতারা একে অপরকে জন্মদিনে শুভেচ্ছা জানান। আবার নানা ইস্যুতে তীব্র আক্রমণ করেন একে অপরকে। এর মধ্যে নতুন কিছু নেই। কিন্তু, শত্রুঘ্ন যে ছবি পোস্ট করেছেন তাতে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক মহল।
২০১৯ সালে তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। নানা ইস্যুতে তিনি বিজেপি ও নরেন্দ্র মোদীর সমালোচনা করতে থাকেন। সেই বছর লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে আর প্রার্থী করেনি। পাটনা সাহেব আসনে প্রার্থী হন রবিশঙ্কর প্রসাদ। এদিকে, জন্মদিনে নেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তিনি X-তে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিন এবং সুস্বাস্থ্য কামনা করছি।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভ করুন।’ এনসিপি নেতা শরদ পাওয়ার লিখেছেন, ‘আপনার জন্মদিন উপলক্ষে আমার উষ্ণ শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আপনার দক্ষ নির্দেশনায় আমাদের দেশের অব্যাহত অগ্রগতি কামনা করছি।’