নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে পড়ছেন বিতর্ক। এবার উচ্চতর নেতৃত্বের সামনেই বিতর্কে জরালেন। সিউড়ির ব্লক সভাপতির পদ নিয়ে শুরু হল বিতর্ক, যা বৈঠকের আবহকেই তপ্ত করে তোলে। প্রসঙ্গত, সোমবার বীরভূম সাংগঠনিক জেলার কোর কমিটি এবং শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত ছিলেন সুব্রত বক্সীও। সেই বৈঠকেই সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতির পদে কে বসবেন, তা নিয়ে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ।
সূত্রের খবর, বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুই নেতার মধ্যে। অভিষেক ও সুব্রত বক্সীর সামনেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। বৈঠকের শেষে সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল। অন্যদিকে, বিষয়টি এড়িয়ে গিয়েছেন কাজল শেখ। তিনি বলেন, “সারা রাজ্য নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন। আমাদের কাছ থেকে তিনি বিভিন্ন তথ্য নিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো তথ্য দিয়েছি। তিনিও আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা একসঙ্গে চলব এবং আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে লড়ব।”