নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: বাংলার পূজা পার্বনের বহু রীতি। এক এক জায়গায় এক এক রীতি মেনে পুজো করা হয়। যেমন উত্তরবঙ্গের রায়গঞ্জের নীরা অ্যাপার্টমেন্টের দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন কালীপুজোর মাধ্যমে। কিন্তু কেন? জানা যাচ্ছে, আবাসনটি তৈরি হওয়ার আগে এই বাড়িতে ছিল একটি স্থায়ী কালীমন্দির। সারা বছর সেখানে পুজো হতো। তবে মহালয়ার দিন মা কালীর আরাধনা হতো বড় আকারে। আবাসন তৈরির পরে মন্দিরটি ছাদে স্থানান্তরিত হলেও পুরোনো রীতিতে ছেদ পড়েনি। আবাসিক অলিপ মিত্রের উদ্যোগে প্রত্যেক বছর মহালয়ার দিন নিয়ম করে কালীপুজো হয়ে আসছে। আর সেখানেই সামিল হয়ে দুর্গোৎসবের সূচনা করেন আবাসিকরা। উৎসব শেষ হবে লক্ষ্মী পুজোর মাধ্যমে।
শিলিগুড়ির পুরোনো জাতীয় সড়কে আছে নীরা অ্যাপার্টমেন্ট। ২০১৬–তে তৈরি হওয়া নীরা অ্যাপার্টমেন্টে ১৬টি পরিবারের বাস। পেশায় ব্যবসায়ী মানস মিত্র ব্যক্তিগত উদ্যোগে আবাসনে প্রথম দুর্গা পুজো শুরু করেন। পরের বছরে আবাসিকদের একাংশ মিলিত ভাবে আরও একটি পুজো চালু করেন। ২০১৮ থেকে ২০২১, পর পর চার বছর একই আবাসনে দু’টি দুর্গাপুজো হয়েছে। আবাসিকরা ঠিক করেন, আলাদা নয়, সকলে মিলে একটিই পুজো করবেন। সেই মতো ২০২২ থেকে একটি পুজো শুরু হয়। আয়োজন হচ্ছে। মূলত একচালা দুর্গা প্রতিমার পুজো হয় এখানে। তবে দেবী দুর্গার আরাধনার সূচনা হয় মহালয়ার দিন। পুজোর চার দিন গোটা আবাসন ঢাকের বাদ্যিতে গম-গম করে। আবাসিকরা তো বটেই, আশপাশের বাসিন্দারাও সামিল হন নীরা অ্যাপার্টমেন্টের পুজোয়।