Friday, December 5, 2025
Ad

Corruption হুগলি-চুঁচুড়া পুরোসভায় লক্ষ লক্ষ টাকার দুর্নীতি।

Must read

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি-চুঁচুড়া পুরোসভার আর্থিক অবস্থা খুবই সংকটজনক। রাজনৈতিক স্বার্থে গত কয়েক বছরে প্রচুর অস্থায়ী কর্মী নিয়োগ করেছে। এবার তাদের বেতন দিতে নাস্তানাবুদ হচ্ছে পুরোসভা। এমন একটা পরিস্থিতিতে বড়সড় জালিয়াতি করে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসায় শোরগোল পড়েছে। পুরসভার কর দফতরের এক অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ, মিউটেশন বাবদ প্রাপ্ত অর্থ যা পুরসভায় জমা পড়ার কথা সেই টাকা নিয়ে মিউটেশন করিয়ে দিয়েছেন কিন্তু টাকা পুরসভার তহবিলে জমা পড়েনি। বিষয়টি নজরে আসতে পুর কর্তৃপক্ষ ওই কর্মচারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে।

অভিযুক্ত স্বীকার করেন, প্রায় ১৫টি এইরকম মিউটেশন তিনি করিয়ে দিয়েছেন। এক একটি মিউটেশনের ক্ষেত্রে কম করে ২৫-৩০ হাজার টাকা জমা পড়ে পুরসভায়। সেই হিসাব দেখলে কয়েক লক্ষ টাকা আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগ। পুর প্রধান অমিত রায় জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত জানা গিয়েছে এই কাজ একজনই করেছে। তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি আমরা থানায় এফআইআর করছি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে। এর সঙ্গে যুক্ত যে বা যারা তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article