নিজস্ব সংবাদদাতা, নিউজ দিগন্ত বার্তা: Nepal News update দেশের জাতীয় নির্বাচনের মাধ্যমে গানতান্ত্রিক সরকার গঠনের দাবি সকলের। কিন্তু বাংলাদেশে অস্থায়ী প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুস কিছুতেই নির্বাচনের তারিখ ঘোষণা করেন নি। অথচ নেপালের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দিনই ঘোষণা করে দিল ভোটের দিন। আগামী ৫ মার্চ ২০২৬ ভোট। এদিকে শপথ নেওয়ার পরই সুশীলাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। উঠে আসছে তাঁর স্বামীর অতীত ‘দুষ্কর্ম’। বেশ কয়েক বছর আগে নেপালে এক বিমান অপহরণের ঘটনায় যুক্ত ছিলেন সুশীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী। সেই অপরাধে জেলও খাটতে হয় তাঁকে। শুক্রবার সুশীলাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইম্ফলের সভা থেকে মোদি বলেন, “নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সুশীলা কারকিকে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস তিনি নেপালে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবেন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে সুশীলাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং তাঁদের মানুষের সঙ্গে এ রাজ্যের বাসিন্দাদের পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগ আছে। প্রতিবেশী হিসাবে আমরা এই গভীর বন্ধুত্বের সম্পর্ককে আগামীদিনে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।” মোদি এদিন নেপালের ‘জেন জি ‘কেও অভিনন্দন জানিয়েছেন।