নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের jadavpur university ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে ঘনিয়েছে রহস্য। নেশাগ্রস্ত অবস্থায় বেসামাল হয়ে তিনি ঝিলের জলে পড়ে গিয়েছিলেন নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয় বলেই জানাচ্ছে পুলিশ। এদিকে, তরুণীর বিশেষ বন্ধুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এই ছাত্রীকে ডাক নামে সম্বোধন করেছেন তাঁর বিশেষ বন্ধু। তাঁর জন্য একটি আবেগঘন ফেসবুক পোস্ট করেছেন তিনি।
নিজেদের আদুরে একটি ছবি পোস্ট করে ওই তরুণ লিখেছেন, ‘আমার ভালোবাসায় নিশ্চয়ই কোনও খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনও কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস …।’ সেই পোস্টে অংসখ্য মানুষ কমেন্ট করে জানতে চেয়েছেন ছেলেটির বান্ধবীর কী হয়েছে? কীভাবে এমন খারাপ ঘটনা ঘটল। অথচ কাউকেউ কোনও রিপ্লাই করেননি তিনি। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের jadavpur university ৪ নম্বর গেট থেকে ঢুকে যে পার্কিং লট রয়েছে, সেখানে ‘রুহানিয়াত’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ওই ছাত্রী তাঁর বন্ধুদের সঙ্গে সেই অনুষ্ঠান দেখছিলেন এবং ৪ নম্বর গেটের কাছেই ঝিলের পাড়ে বসেছিলেন। সূত্রের খবর, মদ্যপান করছিলেন বন্ধুরা সকলেই। গাঁজার আসরও বসেছিল বলে খবর।