নিজস্ব প্রতিনিধি, কুলপি: দঃ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপ Ghoramara island অঞ্চলে বার বার করে দুর্ঘটনা ঘটে। এবার অবশ্য ঘটেছে একটি জাহাজের কারণে। জানা যাচ্ছে, বুধবার বিকেলে কুলপি থানার রাঙাফলা এলাকার ৬ মৎস্যজীবী ঘোড়ামারা দ্বীপের কাছে মাছ ধরতে যান। ছোট নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় জাহাজের ঢেউয়ে ঘটে বিপত্তি। ঘোড়ামারা দ্বীপের কাছেই ডুবে যায় মৎসজীবীদের ওই নৌকা। এরপর কয়েক ঘণ্টা নদীতে থাকার পর অবশেষে ৬ জন মৎসজীবীকে উদ্ধার করা হয়। মাছ ধরতে যাওয়ার এক ট্রলারের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়।
কুলপি থানা সূত্রে খবর, বর্তমানে সকলেই সুস্থ আছে। তবে জাহাজের ঢেউয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা যায়নি। জানা যাচ্ছে, নদী থেকে উদ্ধারের পর ৬ জন মৎস্যজীবীকে বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁরা যে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সেটি উদ্ধার করা না গেলেও বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।