Sunday, October 19, 2025
Ad

১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন C. P. Radhakrishnan।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: CP Radhakrishnan রাষ্ট্রপতিভাবনে আজ বসেছিল চাঁদের হাট। উপলক্ষে ১৫ তম উপরাষ্ট্রেপতি শপথ গ্রহণ অনুষ্ঠান। মহা ধুমধামের সঙ্গে উপরাষ্ট্রেপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে শপথ নেন তিনি। রাধাকৃষ্ণনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি সপ্তাহের মঙ্গলবার পুরনো সংসদের সংবিধান ভবনে আয়োজিত হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন। গোপন ব্যালটে ভোট দেন দুই কক্ষেরই শাসক-বিরোধী সাংসদরা। দিনশেষে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয় লাভ করেন এককালের সঙ্ঘ প্রচারক সিপি রাধাকৃষ্ণন।

 

ইন্ডিয়া’ জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তিনি। এই গোপন ব্যালট নির্বাচনে রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট। ফলাফলের এই অঙ্ক নিয়ে শুরু হয়েছে তরজাও। ইন্ডিয়া জোটের অন্দর থেকেই যে ‘ক্রস ভোটিং’ হয়েছে এই নিয়ে কোনও সন্দেহই নেই একাংশের বিশেষজ্ঞদের মনে। তবে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে শপথ গ্রহণ, প্রতি মুহূর্তে যেন নতুন মোড়। শুক্রবার দেশের ১৫ তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথবাক্য পাঠ করছেন সিপি রাধাকৃ্ষ্ণন, সেই সময় দূরে নায়ডুদের সঙ্গে বসে থাকতে দেখা গেল পূর্বতন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article