Monday, October 20, 2025
Ad

Durga puja 2025 এবার টালা প্রত্যয়ের পুজোর থিম সং লিখতে পারেন মুখ্যমন্ত্রী।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: Durga puja 2025 বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ কলকাতার অন্যতম পুজো সুরুচি সংঘের থিম সং লিখে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, এ বছর উত্তর কলকাতার অন্যতম পুজো টালা প্রত্যেয়ের থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আরো খবর, এবার পুজোয় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৭টি গান। বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রীর গান সঠিক সময়ে সেই গান প্রকাশিত হবে বলে সূত্র মারফত খবর।

আগে সুরুচি সংঘের ‘মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে..’র মতো জনপ্রিয় গানের কথা লিখেছিলেন তিনি। ২০২৩ সালে স্পেন সফরের সময় সেই গান লিখেছিলেন তিনি। মুখ‌্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ‌্যায়, পলক মুচ্ছলের মতো বলিউডের শিল্পীরা। সব ঠিক থাকলে এইবার সেই তালিকায় জুড়তে চলেছে টালা প্রত্যয়ের নামও। এছাড়াও পুজোয় মমতার উপহার আরও ১৬টি গান। এদিকে বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে বাঙালি অস্মিতার গান বেঁধেছেন মমতা। লিখেছেন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…।’ যা গেয়ে শুনিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article