নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকের বিধানসভা থেকেই সাসপেন্ড করার প্রতিবাদে এমনিতেই বিধানসভাকে উত্তাল করেছিল বিজেপি। তারমধ্যে বৃহস্পতিবার বয়কট করলো মুখ্যমন্ত্রীর ভাষণ। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট করল বিজেপি। মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের লাইভ সম্প্রচারের জন্যই সাসপেন্ড হয়েছেন শুভেন্দু।” বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট ওই দিনের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পরে স্পিকার বাইরে এসে জানান, এই সেশন যতদিন চলবে, ততদিন পর্যন্তই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপির বক্তব্য, স্পিকার কীভাবে বিধানসভার ভিতরে এক কথা বললেন, বাইরে আরেক কথা বলতে পারেন? এই গোটা বিষয়টিই পরিষ্কার নয়।
বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে বসবেন। তারপর সিদ্ধান্ত নেবেন, অধিবেশনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদের আলোচনায় তাঁরা অংশ নেবেন কিনা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আলোচনার ওপর বক্তৃতা রাখবেন। বোঝাই যাচ্ছে বিজেপি আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে। এখন দেখার এটাকে কিভাবে সামলায় শাসক তৃণমূল।