Tuesday, September 2, 2025
Ad

Suspend Subhendu বিধানসভা থেকে আবার সাসপেন্ড শুভেন্দু|

Must read

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: Suspend Subhendu আবার উত্তাল বিধানসভা। সোমবার মেয়োরোডে তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা বাহিনী। সেখান থেকে শুরু গন্ডগোলের।
তারই প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় তৃণমূলের প্রতিবাদ সভা। আর বিধানসভায়
প্রস্তাব আনে তৃণমূল। মঙ্গলবার মেয়ো রোডের ঘটনার প্রসঙ্গ উঠতেই ফুঁসে ওঠেন তৃণমূল বিধায়করা। সেই সময় সেনার পক্ষে স্লোগান তোলেন শুভেন্দু। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয় বলে দাবি বিরোধী দলনেতার। সোমবার দুপুরে মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনা। ঘটনার পরই ওই স্থানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুধু তাই নয়, সেনাকে ব্যবহার করে বিজেপি এই কাজ করিয়েছে বলেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। আর মঙ্গলবার সেই প্রসঙ্গই ওঠে বিধানসভায়। এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “গতকাল সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চ ভেঙে দিয়েছে, সেটা ১৯৭১-এর ২৫ মার্চ পাকিস্তান আর্মি যেভাবে খুন করেছিল, তার মতোই।”

এই আলোচনা প্রসঙ্গেই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি বাংলা বিরোধী দল। এরপরই উত্তাপ বাড়ে। সরব হন বিজেপি বিধায়করা। ‘ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু। বিজেপির ওয়াক আউট করে বেরিয়ে যায়। এরপর আজ, মঙ্গলবারের জন্য শুভেন্দুকে সাসপেন্ড করা হয়। বাইরে বেরিয়ে শুভেন্দু বলেন, “আমাকে আবারও সাসপেন্ড করা হয়েছে। সেনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমি সেনার জন্য গর্ব অনুভব করি।”

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article