Tuesday, September 2, 2025
Ad

মেয়ো রোডে ভাষা আন্দোলন মঞ্চ ভাঙাকে কেন্দ্র করে সেনা ও কলকাতা পুলিশের সংঘাত।

Must read

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। সোমবার মেয়োরোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে ফেলে সেনা বিভাগের লোকেরা। তার প্রতিবাদের মঙ্গলবারের কর্মসূচি। আর মঙ্গলবার, সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার ট্রাকটি থামিয়েছে ট্রাফিক কন্ট্রোলাররা। খবর দেওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানাকে। কিন্তু হঠাৎ করেই কেন সেনা ট্রাক থামাতে গেল পুলিশ? কী দোষ করছিল তারা? জানা গিয়েছে, ওই বিপজ্জনক ভাবে আসছিল ট্রাকটি। মানেনি সিগন্য়ালও। সেই কারণেই ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ট্রাকটিকে আটকান কর্মরত ট্র্যাফিক কন্ট্রোলাররা। প্রশ্ন উঠেছে, সোমবার সেনাবাহিনীর সঙ্গে যে সংঘাত তৈরী হয়েছিল এটা কি তারই কারণে ঘটেছে!

সূত্রের খবর, ওই ট্রাকের পিছনেই আবার আসছিল কলকাতার নগরপাল মনোজ ভার্মা কনভয়। লালবাজারের দিকে যাচ্ছিলেন সিপি। তবে কলকাতা পুলিশের এই সকল অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন সেনা জওয়ানরা। এই প্রসঙ্গে ট্রাকের মধ্যে থাকা এক জওয়ান জানিয়েছেন, “নগরপালের গাড়ি যে পিছনে ছিল, তা আমরা জানতাম না। আর ট্রাক অনেক ধীর গতিতেই চলছিল। এখানে যে একটা বিভাজন রয়েছে, তা বোঝাই যায়নি। রেড লাইট ছিল, কিন্তু আমরা তো অন্যদিকে যাচ্ছিলাম।” সেনা সূূত্রে খবর, আপাতত তৈরি হওয়া সমস্যা মেটাতে ফোর্ট উইলিয়ামের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন ঘটনাস্থলে থাকা জওয়ানরা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article