Tuesday, September 2, 2025
Ad

পূজা কমিটিদের দেওয়া হলো ৬০ হাজারের চেক।

Must read

নিজস্ব প্রতিনিধি, ঢোলাহাট : বৃহস্পতিবার সন্ধ্যায় ঢোলাহাট থানা প্রাঙ্গনে ৫৩ টি পূজা কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হল ৬০ হাজার টাকার চেক। পূজা কটা দিন নির্দিষ্ট নিয়মকানুন মেনে বেশ কিছু সামাজিক কাজ করার কথা বলা হয়েছে। বিশেষ করে পূজার দিনগুলোতে ডিজে বক্স ব্যবহার করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিষেধ করা হয়েছে। সমস্ত নিয়ম-কানুন মেনে পুজো করেছে, সব কিছু বিচার বিবেচনা করে এমন কমিটি গুলোর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

আগামী ২০ শে অক্টোবরের মধ্যে পূজার যাবতীয় খরচের সমস্ত নথিপত্র প্রশাসনের কাছে জমা দিতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন চেক বিতরনে উপস্থিত ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, কুলপি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রহিতাশ্ব প্রামাণিক, মন্দির বাজারের ডিএসপি দেবাশীষ চট্টরাজ, পাথর প্রতিমার বিডিও রথীন চন্দ্র দে, কুলপির জয়েন্ট বিডিও তারিফ ইসলাম, কাকদ্বীপের জয়েন্ট বিডিও, ঢোলা থানার আই সি কৌশিক নাগ সহ অন্যান্যরা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article