Tuesday, September 2, 2025
Ad

Cooking gas prices আজ থেকে অনেকটা কমছে রান্নার গ্যাসের দাম।

Must read

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: Cooking gas prices প্রতিমাসের ১ তারিখ রিভিউ হয় রান্নার গাসের দামের। গত কয়েক মাস ধরে গ্যাসের দাম ধাপে ধাপে কিছুটা কমেছে। এবার ১ সেপ্টেম্বর এক লাফে কমে গেলো প্রায় ৫২ টাকা। তবে
স্বস্তি কমার্শিয়াল গ্রাহকদের জন্য। ১৯ কেজি-র সিলিন্ডার প্রতি দাম কমেছে ৫১ টাকা ৫০ পয়সা। এর জেরে দেশের রাজধানী কর্মাশিয়াল এলপিজি-র প্রতি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৫৮০ টাকা। শুধু সেপ্টেম্বর মাস নয়। গত কয়েক মাস ধরেই কমার্শিয়াল এলপিজি-র দাম ধারাবাহিক ভাবে কমেছে। জুন মাসে দাম কমেছিল ২৪ টাকা। জুলাই মাসে কমেছিল ৫৮ টাকা ৫০ পয়সা। অগস্ট মাসে দাম কমে ৩৩ টাকা ৫০ পয়সা। এর জেরে জুন মাস থেকে কমার্শিয়াল এলপিজি-র মোট দাম কমেছে ১৬৭ টাকা ৫০ পয়সা।

কর্মাশিয়াল এলপিজি-র দাম কমলেও ডোমেস্টিক এলপিজি-র দাম এ বছর ৮ এপ্রিল থেকেই অপরিবর্তিত রয়েছে। এপ্রিল মাসে ডোমেস্টিক এলজিপি-র প্রতি সিলিন্ডারের দাম বেড়েছিল ৫০ টাকা। এর জেরে কলকাতায় ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা। দেশের এলপিজি গ্রাহকদের মধ্যে ৯০ শতাংশই ডোমেস্টিক। মাত্র ১০ শতাংশ কমার্শিয়াল এলপিজি ব্যবহার করে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article