Friday, August 29, 2025
Ad

Legislative Assembly session ১, ২ এবং ৪ তারিখ হবে বিধানসভা অধিবেশন – আস্তিন গোটাচ্ছে তৃণমূল ও বিজেপি।

Must read

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: এবার উত্তপ্ত হতে চলেছে বিধানসভা অধিবেশন। বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ বসবে অধিবেশন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনে ‘বাঙালি হেনস্থা’ নিয়ে নিন্দাপ্রস্তাব আনা হতে পারে। এছাড়া, SIR-এর প্রতিবাদ ও অপরাজিতা বিল নিয়ে আলোচনার সম্ভাবনা। বর্তমান পরিস্থিতিতে, ‘বাঙালি হেনস্থা’ নিয়ে প্রস্তাব এনে আলোচনা করতে চায় রাজ্য সরকার। আলোচনায় অংশ নেবেন তৃণমূল এবং বিজেপির বিধায়করা। সেই উদ্দেশে আগামী সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে তিনদিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। স্বাভাবিক কারণেই এই অধিবেশ বেশ উত্তপ্ত হবে, তা সহজেই অনুমেয়।

SIR-এর বিরোধিতায় যেমন দিল্লিতে প্রতিবাদ সংঘটিত করছে তৃণমূল, তেমনই বিধানসভাতেও এনিয়ে প্রতিবাদ জানানো হবে এই বিশেষ অধিবেশনে। বিধানসভায় বাঙালি হেনস্থা ইস্যুতে নিন্দা প্রস্তাব আসার সম্ভাবনা। এছাড়া, অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়েও আলোচনা হতে পারে। ১ তারিখ শোকপ্রস্তাব পেশের পরে মুলতুবি। ২ ও ৪ তারিখ আলোচনা হবে, এমনটাই পরিষদীয় দফতর সূত্রে খবর। বেশ কিছু সময় ধরে ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ বাংলাভাষা না বলে বাংলাদেশি ভাষা বলে বিতর্ক তৈরী করেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article