Tuesday, September 2, 2025
Ad

নয়া টালা ব্রিজের উদ্বোধন  করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা : প্রতীক্ষার অবসান। মহালয়ার তিন দিন আগে খুলে যাচ্ছে নবনির্মিত টালা ব্রিজ। যাবতীয় প্রস্তুতি শেষ। সেজে উঠেছে টালা ব্রিজ। ফেব্রুয়ারি ২০২০ থেকে শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। এরপর আড়াই বছর ধরে চলেছে ব্রিজ তৈরির কাজ। বৃহস্পতিবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

তবে এখনই সব ধরনের গাড়ি চলাচলে অনুমত মিলছে না অনুমতি। উদ্বোধনের পর ছোট গাড়ি যাতায়াত করতে পারলেও এখনই বাস বা ভারী গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছেনা। কিছুদিন পর ভারী গাড়ি বা বাসের মিলবে ছাড়পত্র। নতুন এই ব্রিজটি ৮০০ মিটার লম্বা ও ১৯ মিটার চাওড়া। ব্রিজে থাকছে চারটি লেন। এই ব্রিজ দু’টি ফ্ল্যাঙ্কে বিভক্ত।

গত ক’দিন ধরে ব্রিজের ভারবহন ক্ষমতার পরীক্ষা চালিয়েছেন খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা। ফলত টালা ব্রিজের ওপর দিয়ে আগে যেসব রুটের বাস চলত তা গত দুবছর ধরে যে পথে চলছিল তাই চলবে। চিড়িয়ামোড় দিয়ে নর্দার্ন অ্যাভিনিউ হয়ে, নয়তো পাইকপাড়া দিয়ে টালা পার্কের দিক দিয়ে শহরে চলবে। বেলগাছিয়া সেতু হয়ে আর জি কর হাসপাতালের সামনে দিয়েই শ্যামবাজারের দিকে যাবে বাসগুলি। পাশের ক্যানাল ইস্ট বা ওয়েস্ট রোড দিয়েও যাওয়া যাবে। তবে, টালা ব্রিজ একবার চালু হয়ে গেলেই ওই এলাকায় যানজট কমে যাবে। ভোগান্তিও কমবে। সেই কারণেই ব্রিজ খোলার দিকে তাকিয়ে ছিলেন স্থানীয় বাসিন্দারা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article