পাহাড়-নদী-জঙ্গলের স্বাদ মিলবে একসঙ্গে।
নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া: পুরুলিয়া মানেই অসাধারণ বেড়ানোর জায়গা। পুরুলিয়ার প্রধান পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড় হলেও এখন বহু জায়গায় মানুষ ভিড় করছে। এখন নতুন পর্যটন কেন্দ্র হিসাবে সামনে চলে এসেছে হাতিপাথর। এই স্থানের প্রধান আকর্ষণ হল বিশালাকৃতির কিছু পাথর, যেগুলোর আকার অনেকটা হাতির মতো। ঠিক এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই জায়গাটির নাম হয়েছে ‘হাতিপাথর’। এই পর্যটন কেন্দ্র পুরুলিয়ার একটি অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র, যা শান্ত ও মনোরম পরিবেশে সময় কাটাতে পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান। পর্যটন কেন্দ্রের পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। যা মুহূর্তে আপনার মন ভালো করে দেবে। চারপাশে পাহাড়, ঘন জঙ্গল আর পাশ দিয়ে বয়ে চলা নদীর জলরাশি, সব মিলিয়ে হাতিপাথর এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া।বর্ষাকালে এখন এই পর্যটন কেন্দ্র তার সৌন্দর্যের চূড়ান্ত রূপে পৌঁছে গেছে। সবুজ পাহাড়, ঘন জঙ্গল, ঝরনার শব্দ, আর মেঘে ঢাকা আকাশ মিলিয়ে যেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে বেঁধে ফেলেছে হাতিপাথরকে। এই পর্যটন কেন্দ্রটি ছোট ছোট পাহাড় ও জঙ্গলে ঘেরা, যা একে আরও আকর্ষণীয় করে তোলে। বিশাল পাথরের পাশে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া সরু রাস্তা পর্যটকদের অ্যাডভেঞ্চারের স্বাদ দেয়। হাতিপাথর কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এখানকার নিরিবিলি ও মনোরম পরিবেশের জন্যও বিশেষভাবে জনপ্রিয়।