টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন বারাসাতের সুজাতা বর্মনকে, রক্ত দিয়ে নতুন ভাবে বাঁচতে এগিয়ে আসে ডায়মন্ড হারবারের মুসলিম যুবক রেজাউল করিম মল্লিক।
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: যখন দেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দারা যখন ধর্ম নিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ছিন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। তখন তার বিপরীত চিত্র দেখা গেল, আবারও প্রমাণ হলো যে রক্তের কোনো জাত নেই। টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন এক মুমূর্ষু হিন্দু মহিলাকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসলো দক্ষিন চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের এক মুসলিম যুবক রেজাউল করীম মল্লিক এবং সঙ্গে তার দুই সহ রক্তযোদ্ধা সামিম লস্কর ও অষ্টম হাজরা। জানা গিয়েছে, কিছু দিন আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের সুজাতা বর্মন নামে এক মহিলা টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনের কথা বলেন। ওই মহিলার ও+ (পজিটিভ) রক্তের প্রয়োজন ছিল। এরপর রোগীর পরিবারের লোকজন ছুটে যান বিভিন্ন ব্লাড ব্যাংকে। সেখানে গিয়ে খোঁজ নিলে ওই গ্রুপের কোনও রক্ত পাওয়া যায়নি। কোথাও রক্তের সন্ধান না পেয়ে, রুগীর পরিচিতি একজন কোন এক সমাজ মাধ্যমের সহযোগিতায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর ব্লাড লাইন এর মোবাইল নম্বরটি দিয়ে যোগাযোগ করতে বলেন। সেই মতো রোগীর পরিবার তারা ফোন করলে রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর লাইন তাদের সহযোগিতায় রক্তদাতা, ডায়মন্ড হারবারের মুসলিম যুবক রেজাউল করীম মল্লিক, সামিম লস্কর ও অষ্টম হাজরাদের সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন ‘ব্লাড বয়’ এম আর লস্কর।
ওই যুবকরা রক্ত দিয়ে ওই মহিলার প্রাণ বাঁচাতে সাহায্য করেন। স্থানীয় সূত্রে পাওয়া খবর, কারোর রক্তের প্রয়োজন ছাড়াও যেকোনো প্রয়োজনের কথা শুনলেই রেজাউল করিম মল্লিক তিনি আর বাড়িতে বসে থাকতে পারেন না। রক্তের ব্যবস্থা সহ তাদের উপযুক্ত ব্যবস্থা না করা পর্যন্ত তিনি থেমে থাকেন না। রোগীর আত্মীয় বলেন, ব্লাড বয় এম আর লস্কর ও রক্তদাতা রেজাউল করীম মল্লিক সহ আরও দুই রক্তদাতা ওদের জন্যই আমার আত্মীয়র জীবন বাঁচাতে সাহায্য করেছে। তাঁদের কাছে আমি চির কৃতজ্ঞ। রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর লাইন এর পক্ষ থেকে এম আর লস্কর তিনি বলেন, আবার প্রমাণ হলো রক্তের কোনো জাত নেই, জাতি ও ধর্ম নির্বিশেষে রক্ত দেবো হেসে হেসে, ঝড়-বৃষ্টি তুফান থামাতে পারবে না রক্তদান। তিনি আরো বলেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর লাইন এর সহযোগিতায় টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন উত্তর ২৪পরগনার বারাসাতের সুজাতা বর্মন কে রক্তদান করলেন দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার এর গরিবের মসিহা রেজাউল করিম মল্লিক নিজে ও তার দুই সহ রক্তযোদ্ধা। রক্ত দাতাগন ও গ্রহীতার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন সবাই সুস্থ ও ভালো থাকুন।