মুম্বইয়ে বাংলার পরিযায়ী শ্রমিককে অত্যাচারের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, হাবড়া: বাংলা কথা বলার অপরাধে, বাংলাদেশী বলে তুলে নিয়ে গেছিল মহারাষ্ট্র পুলিশ। দুমাস আগে চার দিন আটকে রেখে মহারাষ্ট্র পুলিশ অত্যাচার করে, এবং খেতে না দেওয়ার অভিযোগ। পরবর্তীতে ফিরে আসে হাবড়ার বাড়িতে। ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে গোলাম মন্ডল নামের এক পরিযায়ী শ্রমিক। তাকে ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও ফের অসুস্থ হয়ে পড়ে এবং গতকাল তাঁর মৃত্যু হয় বারাসাত হাসপাতালে।
বাঙ্গালীদের উপর অত্যাচার নিয়ে এর আগে প্রেসক্লাবে তিনি অসুস্থ অবস্থায় পূর্ণেন্দু বসুর পাশে বসে সরব হয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে। প্রায় সাত মাস আগে গোলাম মন্ডলের স্ত্রী মারা গেছে। এক ছেলে এক মেয়ে, কিভাবে চলবে তাদের কিছু ভেবে পাচ্ছে না।