Friday, August 29, 2025
Ad

Ghatal drowned আবার ডুবলো ঘাটাল।

Must read

কৃষকরা বর্ষার শুরুতেই বড় ক্ষতির মুখে পড়েছেন।

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ঘাটাল রয়ে গেলো ঘাটালেই। ঘাটাল মাস্টার প্ল্যান কি হবে বা কতদূর হবে তা নিয়ে প্রশ্নের মাঝেই আবার নদীর জলে ডুবলো ঘাটাল। কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায়। আর এই বন্যার ফলেই চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের কৃষি প্রধান এলাকা ডুবেছে বিঘের পর বিঘে কৃষি জমি। চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। কৃষকদের দাবি, চলতি বৎসরে ইতিমধ্যেই তারা পাঁচবার বন্যার সম্মুখীন হয়েছেন। এবার ফের একই ছবি হলে রেহাই পাওয়া মুশকিল। শিলাবতী ও কেঠিয়া নদীর জল ও ভাঙা বাঁধ দিয়ে জল প্রবেশ করে ডুবেছে বিঘের পর বিঘে কৃষি জমির ধান। এমনিতেই কিছুদিন আগে বন্যায় নষ্ট হয়েছিল শাক-সবজি সহ অন্যান্য ফসলের। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে তারা।

বারবার ডুবে যাওয়ার ফলে জমিতেই নষ্ট হয়ে যাবে ধান গাছ। এমনটাই মনে করছেন কৃষকরা। কৃষকদের দাবি, বছর বছর একই ছবি দেখা গেলেও কোনও বছরেই তারা ঠিকভাবে সরকারি ক্ষতিপূরণ পাননি। আবারও চলতি বছরে পরপর বন্যায় চরম ক্ষতির আশঙ্কা। পুজোর আগে বাড়ছে চিন্তা। এদিকে বিপদসীমা ছুঁইছুঁই শিলাবতী। প্রথম বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামত হয়নি। নদীর জল বাড়তেই ফের সেই ভাঙা বাঁধ দিয়ে হু হু করে জল ঢুকছে। ভোগান্তি চরমে চন্দ্রকোনার, যাদবপুর-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article