নিজস্ব সংবাদদাতা, গঙ্গাসাগর: অবশেষে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করলো গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। উল্লেখ্য, সাগর ব্লকের চন্ডিপুরের এক মালিকের ছোট ভুটভুটি নিয়ে বুধবার বিকেলে মায়াগোয়ালিনী ঘাট থেকে সাতজন মৎস্যজীবী হুগলি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর প্রাকৃতিক দুর্যোগের ফলে হুগলি নদী উত্তাল থাকার কারণে তাদের মধ্যে দুইজন মৎস্যজীবী হুগলি নদীতে পড়ে তলিয়ে যায়। সীতারাম মণ্ডল ও দেবেন জানা নামের দুই মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই মৎস্যজীবীর খোঁজে দুইদিন লাগাতার তল্লাশি চালায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। অবশেষে শুক্রবার সকালে নিখোঁজ হয়ে যাওয়া দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে পুনরায় তল্লাশি চালাতে গিয়ে একটি হাতি পিডিয়া এবং আরেকটি পাঁচ নম্বর মধ্য সমিতি খটি থেকে দেহ দুটি উদ্ধার করা হয়েছে।