কিছুটা সামাজিক কারণে ও অনেকটা ভৌগোলিক কারণে পূর্ব বর্ধমানের বিধানপল্লী গ্রামে কোনোদিন হয়নি দুর্গাপুজো।
নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: বর্ধমানের কেতুগ্রাম ২ ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের অন্তর্গত বিধানপল্লী গ্রাম যেন এক ব্যতিক্রমী অধ্যায়। এখানে আজ পর্যন্ত কখনও দুর্গাপুজো হয়নি। গ্রামবাসীদের ইচ্ছে থাকলেও যেন কোনও অদৃশ্য অভিশাপ এখনও ভাঙেনি। গ্রামে বাস করেন মাত্র ৩০ থেকে ৩৬টি পরিবার, মোট জনসংখ্যা প্রায় ২৫০ জন। মূল সমস্যার শিকড় লুকিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায়। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই গ্রামে পৌঁছতে হলে প্রায় দেড় কিলোমিটার সরু মেঠো আলপথ পেরোতে হয়। সেই পথেও আছে সাপের ভয়।এরপর আসে ঈশানী নদী। নদীর ওপারে যাওয়ার জন্য ছিল একটি বাঁশের সেতু, কিন্তু সেটিও এখন জলের তলায়। ফেরি সার্ভিস নেই, শুধু কয়েকজনের ব্যক্তিগত ডিঙি নৌকাই ভরসা। কারও নৌকা না থাকলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেই পারাপার হতে হয়। এই গ্রামের বাসিন্দারা এখনও জানেন না যে দুর্গাপুজোর আনন্দটা ঠিক কেমন। গ্রামের বাসিন্দা পরিমল বিশ্বাস বলেন, “আমরা দুর্গাপুজো করতে পারি না। যাতায়াতের খুবই অসুবিধা আমাদের এই ব্রিজ থাকে না ভেঙে যায়। আমাদের খুবই কষ্ট হয় এই গ্রামের অবস্থা অত্যন্ত খারাপ। সবাই আনন্দ করে কিন্তু পুজোর কটা দিন আমাদের গ্রামেই বসে থাকতে হয়। বাচ্চা ছেলেরা কান্নাকাটি করে, মনও খারাপ করে কিন্তু কী করব ঠাকুর আনা যায় না।”বিধানপল্লি আসলে এক পুরনো বসতি। একসময় পূর্ববঙ্গ থেকে আসা মানুষরা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। চারপাশে ঘন ঝোপজঙ্গল, রাস্তায় নেই আলোর ব্যবস্থা, ঘরে টিমটিমে বৈদ্যুতিক বাতি, সব মিলিয়ে যেন অন্ধকারই এই গ্রামের স্থায়ী সঙ্গী।