Saturday, August 30, 2025
Ad

Royal Bengal Tiger সুন্দরবনে একটি পূর্ণবয়স্ক বাঘের মৃত্যু।

Must read

জঙ্গল থেকে বাঘের দেহ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, সুন্দরবন: ১৫ আগস্ট যখন সারা দেশে স্বাধীনতার উৎসব পালন করা হচ্ছে, তখন দুসংবাদ পাওয়া গেলো সুন্দবন থেকে। শুক্রবার সকালেই এক পূর্ণবয়স্ক বাঘের দেহ উদ্ধার হয় সুন্দরবনে। বিষয়টি নজরে আসতেই সাড়া পড়ে যায়। প্রথমে কেউ কেউ মনে করেছিলেন আবার বুঝে সুন্দর মনের জঙ্গলে চোরা শিকারীদের উৎপাত শুরু হয়েছে। তাদের হাতেই মৃত্যু হয়েছে এই পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলের। যদিও পরে জানা যায় গোটা ঘটনাটি অন্যরকম। সুন্দরবনের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু হলেও তাতে কোনরকম অস্বাভাবিকত্ব নেই। বয়সের ভারে স্বাভাবিক মৃত্যু হয়েছে বাঘটির। যদিও বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলা বনবিভাগের অন্তর্গত বনি ক্যাম্প সংলগ্ন জঙ্গল থেকে বাঘটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। পরে এই বনি ক্যাম্পেই বাঘটির দেহের ময়নাতদন্ত হয়। আর তা থেকেই জানা যায়, সম্পূর্ণ বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে এই পূর্ণবয়স্ক বাঘটির।

তবে, সুন্দরবনে বাঘের মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। মাঝে মাঝেই বাঘের মৃত্যুর খবর পাওয়া যায়, যার মধ্যে কিছু স্বাভাবিক কারণে আবার কিছু বাঘের আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে। সম্প্রতি, সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৎস্যজীবী নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article