Monday, October 20, 2025
Ad

Entertainment Gobinda আপনি কি জানেন, অবসর বিনোদনের জন্য গোবিন্দা কোথায় বাড়ি কিনেছেন?

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, মুম্বাই: মুম্বইয়ের মায়ানগরী ছেড়ে মাঝে মাঝেই বাংলার বুকে এসে সময় কাটান বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা। জানেন বাংলাতেই রয়েছে গোবিন্দার নিজের বাড়ি? জানেন কোথায় সেই বাড়ি? ছুটি কাটাতে বছরে একবার করে সেই বাড়িতে আসেন গোবিন্দা। তাঁর জন্মভূমি ও কর্মভূমি মুম্বই, তা সত্ত্বেও বাংলার সঙ্গে একটি খাস যোগ রয়েছে বলিউডের হিরো নম্বর ওয়ানের। মায়ানগরীর ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে প্রতি বছর অন্তত কয়েকটা দিন বাংলার শৈলশহর দার্জিলিংয়ে কাটিয়ে যান অভিনেতা।অনেকেরই জানা নেই দার্জিলিংয়ের ঘুম-এর জলপাহাড় এলাকায় নিজের বাড়ি রয়েছে গোবিন্দার। সেখানেই বছরে কয়েকটা দিন স্ত্রী সুনীতার সঙ্গে নিরিবিলিতে কাটিয়ে যান গোবিন্দা। গোবিন্দা দার্জিলিংয়ে এলেই তাঁর এক ঝলক দেখা পেতে উৎসুক হন সকলেই। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেন গোবিন্দা। এমনকী ট্যুরিস্টরাও গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন তাঁর সঙ্গে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article