২৬ এর ভোটের আগে নয়া প্রকল্প রাজ্য সরকারের।
সাকিফ হোসেন, কুলপি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শনিবার থেকে শুরু হলো “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি। মহা ধুমধাম করে সারা বাংলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতেও শুরু হয়ে গেলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প। শনিবার মির্জাপুর গনেশচন্দ্র শিক্ষা নিকেতনে এমনই প্রকল্পের উদ্বোধন করা হলো। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, বিডিও, জেলা পরিষদের সদস্য, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান, কুলপি থানার ওসি সহ বহু বিশিষ্ট মানুষ।বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হয়। মোট ৮৭ টা ক্যাম্পের আবেদন নিয়ে আলোচনা করা হয় ও ঠিক করা হয় আগামী তিন মাসের মধ্যে মোট ২৪৭টি বুথকে এর অন্তর্ভক্ত করা হবে।
মূলত রাস্তা সংস্কার, রাস্তার পাশের পুকুরের পাইলিং, স্ট্রিট লাইট সহ বেশ কিছু টিউবওয়েলের আবেদন এসেছে বলে জানান ব্লক আধিকারিক। একটি স্কুলের বাইরে রং করার প্রস্তাবও এসেছে। কাজের গুরুত্ব বিচার করে আগামী ৩ নভেম্বরের মধ্যে তার চূড়ান্ত এস্টিমেট করে কাজ শুরু করা হবে। নির্দেশনামায় স্পষ্ট বলা হয়েছে আগামী ১৫ জানুয়ারীর মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। শিবিরে উপস্থিত কয়েকজন জানান, খুব ভালো উদ্যোগ নিয়েছে সরকার। আমরা সরাসরি এলাকার সমস্যার কথা বলতে পারলাম, এবং উপস্থিত আধিকারিকরা সমাধানের আশ্বাসও দিলেন। নথিভুক্ত করলেন আমাদের সমস্যার কথা। যদি সত্যি সমাধান হয় ঈশ্বর উপকৃত হব আমরা।