Tuesday, July 29, 2025
Ad

উত্তর প্রদেশের নিখোঁজ পুণ্যার্থীর পরিবারের সাথে দেখা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

Must read

উত্তাল সাগরে পুণ্য স্নান, তলিয়ে গেলেন এক যুবক। 

সাইফ হোসেন, সাগর : উত্তর প্রদেশ থেকে বৃহস্পতিবার কপিল মুনির আশ্রমে পূজা দেয়ার জন্য এসেছিলেন সন্দীপ গৌড় (২৬) এবং তার পরিবার সহ ১৭জন। পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমে পড়েন, সমুদ্র উত্তাল থাকার কারণে তলিয়ে যায় সন্দীপ গৌড় নামের এক পুণ্যার্থী। প্রশাসনের তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়েও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও ঘটনার পর থেকে দফায় দফায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সাগরে স্পিড বোট নিয়ে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তির সঙ্গে আশা লোকজন বাড়িতে চলে গেলেও, তার দেহ পাওয়ার অপেক্ষায় গঙ্গাসাগরে থাকেন ৭ জন।শুক্রবার ওই নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। পরিবারের পাশে থাকার এবং সরকারি সাহায্য করার আশ্বাস দেন মন্ত্রী। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যায়, যুবকের খোঁজ না মেলায় সাগরতটে সিভিল ডিফেন্সের কর্মীদের নজরদারি বাড়ানো হয়। আবহাওয়া খারাপের কারণে গঙ্গাসাগর উপকূল থানার তরফে চলছে মাইক প্রচার। অবশেষে শুক্রবার রাত্রি দশটা নাগাদ ধবলাট আয়লা বাঁধ থেকে নিখোঁজ পুণ্যার্থীর দেহ উদ্ধার করে পুলিশ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article