অবৈধ ভাবে ভারতে প্রবেশ বাংলাদেশী নাগরিকের।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তি কে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসা শুরু করে SSB জওয়ানরা। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ওই ব্যক্তি জানায় অবৈধভাবে ভারতের প্রবেশ করেছে, সে বাংলাদেশি নাগরিক। এরপরেই ওই ব্যক্তিকে আটক করে নকশালবাড়ি থানায় নিয়ে যায়। এবং পুলিশের হাতে তুলে দিলে নকশালবাড়ি থানার পুলিশ ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম সুকুমার চন্দ্র শীল(৩৫)। সে বাংলাদেশের তেতুলিয়া জেলার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি চার মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশী এক নাগরিলের সাহায্যে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এবং ভারতে প্রবেশ করে সে সেলুনে কাজ করছিলেন। ধৃতের ফোন থেকে ভারতীয় আধার কার্ডও মিলেছে। তবে কিভাবে ওই ব্যক্তি ভারতে প্রবেশ করল কেনই বা প্রবেশ করল তা নিয়ে ধন্দ্ব তৈরি হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ ও এস এস বির ৪১ নম্বর ব্যাটালিয়ান। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা তোলা হবে। তবে একের পর এক বাংলাদেশী গ্রেপ্তারের ঘটনায় চিন্তা ভাঁজ বাড়ছে প্রশাসনিক আধিকারিকদের।