Thursday, December 4, 2025
Ad

‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’ সিরিয়ালে আবার ফিরে আসছেন স্মৃতি ইরানি।

Must read

E-Paper

E Paper 12-11-2025

Kyuki Saas Bhi Kabhi Bahu Thi 2 Hindi serial 

  নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: আবার আসছে কিউকি সাঁস ভি কভি বহু থি ২৷ এটি কোনও সিক্যুয়লের ট্রেন্ডে গা ভাসানো নয়, এটি একটি ঐতিহ্যকে ফিরিয়ে আনা, তাঁদের জন্য যাঁরা একসময় এই সিরিয়ালের অন্ধ ভক্ত ছিলেন৷ এবং অবশ্যই নতুন প্রজন্মের জন্য যাঁরা এই সিরিয়ালের অনেক কথা শুনেছেন৷ আর প্রধান চরিত্রে তুলসী বিরানির চরিত্রে থাকছেন সেই স্মৃতি ইরানি৷ তিনিও ফিরছেন সেই চরিত্রে যা তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়৷

Kyuki Saas Bhi Kabhi Bahu Thi 2

স্মৃতির সঙ্গে এই সিরিয়ালের আত্মিক যোগ রয়েছে৷ এক প্রতিবেদন অনুসারে, তিনি ভাবেননি যে তুলসী চরিত্রটি দর্শকদের এতটা পছন্দ হবে। তিনি একজন কন্যা, মা এবং বন্ধু হিসেবে সাধারণ মানুষের কাছে বিখ্যাত হয়ে ওঠেন, যার ত্যাগ এবং বিশ্বাসকে তিনি তার হৃদয়ের খুব কাছে পেয়েছিলেন। অভিনেত্রীর জন্য, ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ কোনও ট্রেন্ড নয়, এটি একটি ঐতিহ্য যা মানুষ কয়েক দশক ধরে পালন করে আসছে।

‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’ ২৯শে জুলাই রাত ১০.৩০-য় স্টার প্লাসে সম্প্রচার শুরু হবে। মজার বিষয় হল, স্মৃতি ইরানি সিজন ২-তে কাজ করার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’-তে তুলসী বিরানির চরিত্রটি আজও এতটাই জনপ্রিয় যে মানুষ স্মৃতি ইরানিকে এই নামেই ডাকে। ২০০০-এর দশকে ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ প্রতিটি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে শিশু, সকলেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারতেন। স্মৃতি ইরানি অবশ্যই টিভিতে ফিরে এসেছেন, কিন্তু তাঁর এই কাজটি কেবল অল্প সময়ের জন্য, তিনি একজন পূর্ণকালীন রাজনীতিবিদ হিসেবেই থাকবেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article