জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান : এক আদিবাসী মহিলাকে নিয়ে টানাপোড়নের জেরে কাকার হাতে ১০ বছরের ভাইপো খুনের ঘটনা ঘটেছে মন্তেস্বরে। স্কুলের পাশে মাঠ থেকে স্কুলের পোশাক পরে থাকা ওই বালকের দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে ওই বালক পার্টিকেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার রাতে পুলিশ দেহটি উদ্ধার করে। ঘটনায ওই ছাত্রের কাকা সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওই ছাত্রের মা মনোয়ারা বিবি , তার এক দেওর আবু শেখের সাথে এক আদিবাসী মহিলার সম্পর্ক গড়ে ওঠায় তাকে নিয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গ্রামের এক প্রান্তে থাকতো সে। দেওর কাজের সূত্রে বাইরে গেলে তার স্বামী দিন 15 আগে ওই আদিবাসী মহিলাকে নিয়ে পালিয়ে যায়। স্বামীর সাথে অশান্তির প্রতিশোধ নিতেই তার দেওর ছেলেকে খুন করেছে বলে মনোয়ারা বিবির দাবি।
পুলিশ জানায়, গলায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে অনুমান শ্বাস রোধ করেই মারা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলার রুজ হয়েছে। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে ময়নাতদন্তের জন্য দেহ বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। গ্রামে পুলিশ পাহারা রহেছে।