Tuesday, September 2, 2025
Ad

ভাঙ্গা সাইকেল আর মনের জোরকে সঙ্গী করে কেদারনাথ এ পৌঁছে গেলেন দুই যুবক।

Must read

সুপ্রিয় গাঙ্গুলী, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ২ যুবক ভাঙাচোরা সাইকেল নিয়ে কেদারনাথে পৌঁছে গেলেন। দীর্ঘ কুড়ি দিন সাইকেল চালানোর পর অবশেষে কেদারনাথ দর্শন করলেন তারা। দুই যুবকের নাম বিক্রম বর্মন ও রতন রায়। বিক্রম পেশায় গাড়ি চালক, রাজমিস্ত্রির কাজ করে রতন। দুজনের ইচ্ছে ছিল ভারতের কোন বড় তীর্থস্থান দর্শন করা। কিন্তু টাকা পয়সার অভাবে তাদের যাওয়া সম্ভব হচ্ছিল না।

অবশেষে মনস্থির করলেন তাদের ভাঙা সাইকেল নিয়ে কেদারনাথের পথে যাত্রা করবেন। গত ১৫ই আগস্ট দুজন আলিপুরদুয়ার এর এথেল বাড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা জানিয়েছেন প্রতিদিন ১০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তারা, হোটেল কিংবা রেস্তোরায় তাদের খাদ্য খাবার ছিল নিরামিষ। তবে উত্তরাখণ্ডে পৌঁছে তাদের আরো অসুবিধার মধ্যে পড়তে হয়, পাহাড়ি রাস্তা তাদের সমস্যায় ফেলে। তবে মানুষের মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব, তাই অসম্ভবকে সম্ভব করে কেদারনাথ দর্শন করলেন দুই যুবক।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article