Monday, October 20, 2025
Ad

ফ্রেজারগঞ্জে এবার কমবে জল জমার সমস্যা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, ফ্রেজারগঞ্জ: দীর্ঘ দিনের পরিকল্পনা, অনেক আবেদন ও আন্দোলনের শেষে এবার বাস্তবে রূপয়িত হতে চলেছে প্রকল্প। প্রায় দু’কোটি টাকা ব্যয়ে ৫.৫ মিটার উচ্চতা ও চওড়ার উন্নত জলনিকাশি ব্যবস্থা ও ক্লোজার তৈরি হচ্ছে। এর ফলে আর ভাসবে না চাষের জমি‌। দক্ষিণ ২৪ পরগনার বকখালি ও লক্ষীপুর এলাকার বাসিন্দারা এর ফলে খুবই উপকৃত হবেন।

এখান থেকে জল পড়বে বঙ্গোপসাগরে।এই নিয়ে স্থানীয় বাসিন্দা ও সমাজসেবী প্রসেনজিৎ জানা জানান, এই কাজের দাবি ছিল দীর্ঘদিন ধরে। সেই কাজ সমাধান হয়েছে। এই কাজের জন্যই দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন চাষিরা। প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে এখান থেকে নোনা জল চলে আসবে না ক্লোজারের ফলে। ফলে ধান চাষ থেকে শুরু করে মাছ চাষ সব কিছু ভাল ভাবে করা যাবে। এই এলাকায় হোটেল ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই উপকৃত হবেন। তাঁরা দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন। কিন্তু কোন কাজ হয়নি। ফলে একসময় তাঁরা আশা ছেড়ে দিয়েছিলেন। নতুন করে এই কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। এই কাজটি গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে নামখানা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করা হচ্ছে। এই কাজ প্রায় শেষের মুখে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article