স্বামীকে খুন, অভিযুক্ত স্ত্রী সহ প্রেমিককে গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী সহ প্রেমিককে গ্রেফতার করলো গোঘাট থানার পুলিশ। জানা গেছে মিতা দাস ও প্রেমিক তন্ময় দাসের যোগসাজশে বরুন দাস কে খুন করার অভিযোগ ওঠে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়ে বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাট ১ নম্বর ব্লকের রঘুবাটী পঞ্চায়েতের বাসিন্দা বরুন দাস।

তারপর রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে বরুন দাসের পচাগলা দেহ উদ্ধার করে গোঘাট থানার পুলিশ। ঘটনার পরই তদন্ত শুরু করে গোঘাট থানা পুলিশ। মৃত ব্যক্তি বরুন দাসের স্ত্রী ও তার প্রেমিক তন্ময় দাসকে আটক করে লাগাতার জেরার পর দুজনেই পরিকল্পনা মাফিক খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবার থানাতে নিখোঁজ অভিযোগ দায়ের করার পরই তদন্তে নেমে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে প্রতিবাদ করেন বরুণ। ত্রিকোণ সম্পর্কের জটিলতা থেকে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষেন স্ত্রী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, বিবাহ-বহির্ভূত সম্পর্ক থেকেই এই খুন। দুই অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করেছে।