Sunday, October 19, 2025
Ad

হুগলি গ্রামীন পুলিশের জালে বাইক চুরি চক্রের দুই পান্ডা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য, হুগলি: হুগলি গ্রামীন পুলিশের জালে দুই বাইক চুরির পান্ডা। গোপন সূত্রে খবর পেয়ে দাদপুর থেকে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃতদের নাম শেখ রাহুল, বয়স ২৯ বছর এবং শেখ মফিজুল, বয়স ৩৪ বছর জানা গেছে দুজনের বাড়ি হুগলির পান্ডুয়াতে। পুলিশ সূত্রে জানা গেছে হুগলি জেলার বিভিন্ন জেলাতে বেশ কয়েক মাস ধরেই বাইক চুরির অভিযোগ আসছিল বিভিন্ন থানাতে। একাধিক অভিযোগ পেয়ে বিভিন্ন থানার অফিসাররা তদন্তে নামে। এরই পাশাপাশি পুলিশের স্পেশাল টিম এস ও জি তদন্তকারী দলকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তদন্তে জানা যায় যে, পান্ডুয়ার একজন দুষ্কৃতি আরো কয়েকজন দুষ্কৃতিকে নিয়ে এই চুরি চক্র চালাচ্ছে এবং প্রায় ছটি বাইক চুরি করেছে। চুরি যাওয়া বাইক গুলো দাদপুরের এক গ্রামে কোন এক দুষ্কৃতির বাড়িতে রাখা আছে। বলাগর, দাদপুর, পান্ডুয়া এবং গুরাপ থানার যৌথ উদ্যোগে বুধ বার রাত থেকে বৃহস্পতি বার সকাল পর্যন্ত দাদপুরের ওই গ্রামে তল্লাশি চালিয়ে প্রথমে এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়, পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরেক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়।ধৃত দুজনকে সাথে নিয়ে তল্লাশি চালিয়ে দাদপুর থানা এলাকা থেকে মোট ছটি বাইক উদ্ধার করা হয়েছে। তার মধ্যে জাঙ্গিপাড়া বলাগর ও গুড়াপ থেকে চুরি যাওয়া চারটি বাইক ও পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমানের মেমারি এবং কালনা এলাকা থেকে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করে হুগলি গ্রামীন পুলিশের তদন্তকারী দল। ধৃত দুই দুষ্কৃতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও পাওয়া গেছে। এবং এরাই একটি দল তৈরি করে হুগলির বিভিন্ন এলাকা এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বাইক চুরি করছিল বলেও জানা গেছে। ধৃতদের এ দিন চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃত দুই দেশ দুষ্কৃতিকে জেরা করে বাইক চুরি চক্রের সাথে আর কারা যুক্ত আছে সেসব জানার চেষ্টা করছে পুলিশ। এদিন হুগলি রুরাল পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে সবিস্তারে জানানো হয়েছে। পুলিশের এই ভূমিকায় খুশী সাধারন মানুষ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article