বন্দনা ভট্টাচার্য, হুগলি: শিলিগুড়ির ফ্ল্যাট থেকে উদ্ধার হল হুগলির ছাত্রের ঝুলন্ত পচাগলা দেহ। মৃত যুবকের নাম বিশাল সরকার। বয়স ২১ বছর, বাড়ি হুগলির ব্যান্ডেলে। জানা যায়, বছর দেড়েক আগে বিশাল শিলিগুড়িতে লেখা পড়ার জন্য গিয়েছিল। শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন একটি বেসরকারি কলেজের বি সি আই বিভাগের ছাত্র ছিল বিশাল। শিলিগুড়ির কলেজ পাড়ার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো সে। পাশেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ি।প্রতিবেশীদের থেকে জানা যায়, সোমবার সকালে এক প্রতিবেশী ফুল তুলতে ফ্ল্যাটের পিছন দিকে গিয়ে তীব্র পচা গন্ধ পান। এই ঘটনা বাড়ির মালিক কে জানাবার পর তারা বিশালকে ডাকাডাকি শুরু করে। সারা শব্দ না পেয়ে আশেপাশে বাসিন্দাদের বিষয়টি জানান। ঘটনার কথা জানতে পেরে গৌতম দেব নিজেই খবর দেন শিলিগুড়ি পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বিশালকে দেখতে পায়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে বিশালের এক বন্ধু জানায়,শুক্রবার তার সাথে শেষ কথা হয়েছে। কয়েকদিন ধরে বিশাল অবসাদে ভুগছিল। কিন্তু কি কারণে সে এমন করেছে জানা নেই। এটা হত্যা নাকি আত্মহত্যা, ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ।
শিলিগুড়ির ফ্ল্যাট থেকে উদ্ধার হুগলির এক ছাত্রের পচাগলা দেহ।

- Advertisement -