বন্দনা ভট্টাচার্য, হুগলী: কর্মস্থল থেকে রাতে বাড়ি ফেরার পথে এক মহিলার গলায় ছুরির কোপ মারে এক দুষ্কৃতি। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত এলাকায়। আহত মহিলার নাম শ্রাবণী মালিক বয়স ৩৬ বছর। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যের মহিলা নিরাপত্তা। সূত্রের খবর শ্রাবণী বেলুড়ে একটি ব্যাগের কারখানায় কাজ করেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় হঠাৎই এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপরে চড়াও হয়। এবং গলায় ছুরির কোপ বসিয়ে দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজনেরা ছুটে আসে।তারাই রক্তাক্ত অবস্থায় শ্রাবনীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। কি কারনে শ্রাবণীর ওপরে এই হামলা তা নিয়ে দ্বন্দ্বে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ।পুলিশ সূত্রের খবর, তাদের অনুমান এটা কোন ছিনতাই এর ঘটনা নয়। কারণ মহিলার কাছ থেকে কোন টাকা বা কোন গয়না খোয়া যায়নি কোন পরিচিত ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত বলেও মনে করছে পুলিশ।আহত শ্রাবণী মালিকের বাবা রবি মালিক জানিয়েছেন, পনেরো বছর আগে মেয়ের বিয়ে হয়েছিল। জামাইয়ের সঙ্গে বনিবনা না হয়, বাপের বাড়িতেই থাকতো শ্রাবণী। আগে জামাই মাঝে মধ্যে বাড়িতে আসলেও, এখন আর কোন সম্পর্ক নেই। এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় পিছন থেকে কেউ তার মেয়েকে ছুরি মারে , গলায় ওড়না থাকার কারণে প্রাণে বেঁচে যায় মেয়ে। তবে মেয়ের কাছ থেকে হামলাকারী টাকা-পয়সা বা ফোন নিয়ে যায়নি বলেও জানায় রবি মালিক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
রাতের অন্ধকারে মহিলার উপরে দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ।

- Advertisement -