Monday, October 20, 2025
Ad

ছোটদের ছায়াছবি প্রদর্শন চন্দননগরে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচাৰ্য, হুগলি: বৃহস্পতিবার থেকে শুরু হলো ছোটোদের ছায়াছবি প্রদর্শন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, মন্ত্রী ইন্দ্রানীল সেনের তত্ত্বাবধানে হুগলির চন্দননগর রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে ছোটদের ছায়াছবি প্রদর্শন শুরু হয়। ৬ থেকে ৯ তারিখ অর্থাৎ চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরীক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক মুন্না আগরওয়াল, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিসিপি হেডকোয়াটার অলকানন্দা ভাওয়াল, জেলাশাসক মুক্তা আর্য, শিশু-কিশোর একাডেমির চেয়ারপার্সন অর্পিতা ঘোষ সহ একাধিক গুণীজন।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক ইন্দ্রনীল সেন সহ অন্যান্যরা। এই চার দিনের ছায়া ছবি প্রদর্শনে বাংলা ও ইংরেজি ছবি মিলিয়ে ছোটদের মোট দশটি ছবি দেখানো হবে। প্রত্যহ তিনটে করে ছায়াছবি দেখানো হবে। এই প্রসঙ্গে ইন্দ্রনীল সেন বলেন, এর মধ্যে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। শিশুদের আনন্দ দেওয়ার জন্যই এই ছায়াছবি প্রদর্শন। আগামী দিনে কি করে ফিল্ম তৈরি করতে হয় এই বিষয়ে একটি ওয়ার্কশপ হবে বাচ্চাদের নিয়ে। এবং তারপরে যদি কোন বাচ্চা কোন ভালো ফিল্ম তৈরি করতে পারে সেই ফিল্ম কলকাতা ফিল্ম ফেস্টিভালে প্রদর্শন করা হবে বলেও জানিয়েছেন ইন্দ্রনীল সেন। এ প্রসঙ্গে অর্পিতা ঘোষ বলেন, চন্দননগরে বাচ্চাদের জন্য এই ফিল্ম ফেস্টিভ্যাল ইন্দ্রনীল সেন এর উৎসাহে এবং তত্ত্বাবধানেই হচ্ছে। বাচ্চারা যত বেশি সংস্কৃতিমনস্ক হবে তত তার মধ্যে থেকে কর্কশতা কাঠিন্য দূর হবে। আগামী দিনে এইসব বাচ্চাদের জন্যই পৃথিবী আরো অনেক বেশি সুন্দর হবে বলেও জানালেন অর্পিতা ঘোষ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article