Wednesday, April 16, 2025
Ad

হঠাৎই স্কুলে তালা বিপাকে ছাত্র-ছাত্রীরা। 

Must read

বন্দনা ভট্টাচার্য, হুগলি: রেলের উন্নতির কারণে থমকে গেল ছাত্র-ছাত্রীদের উন্নয়ন। এক সপ্তাহ ধরে বন্ধ স্কুল। ঝুলছে স্কুলের গেটে তালা। রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। ঘটনাটি হুগলির ব্যান্ডেল রেলস্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামক একটি বেসরকারি স্কুলে। এক সপ্তাহ ধরে স্কুল বন্ধ। স্কুলটি ৪০ বছরেরও বেশি সময় ধরে চলছিল। হঠাৎ স্কুল বন্ধ হওয়ায় কি হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এই নিয়ে মাথায় হাত অভিভাবকদের। স্কুলের প্রধান শিক্ষক সুবোধচন্দ্র দাস বলেন, জানুয়ারি মাসের ২৫ তারিখ রেল থেকে নোটিশ দেওয়া হয়েছিল স্কুল বন্ধ করার জন্য। প্রধান শিক্ষক কিছুটা সময় চেয়েছিলেন রেলের কাছে। ডি আর এমের সাথেও দেখা করে এই বিষয়ে জানান তিনি। কিন্তু কোন ফল হয়নি।স্কুল বন্ধের খবর পেয়ে অভিভাবকদের সাথে স্কুলে উপস্থিত হন স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। সকলের বক্তব্য এতগুলো ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ কি হবে? স্কুলের বিকল্প ব্যবস্থা করা হোক অথবা ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, সেখানেই এই সমস্ত বাচ্চাদের ভর্তি নেওয়া হোক। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে অভিভাবকরা পড়ুয়াদের নিয়ে পথে বসেন। বই খাতা বার করে পড়াতে শুরু করেন তারা। অবরুদ্ধ হয়ে যায়, ব্যান্ডেল স্টেশন রোড। অভিভাকদের সরাতে ঘটনাস্থলে উপস্থিত হয় আরপিএফ। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান বেআইনিভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ হচ্ছে আইনি ভাবেই। এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। ব্যান্ডেল স্টেশন সব লোকম এলাকায় পরিত্যক্ত কোয়াটার গুলোতে যারা অবৈধভাবে দখল করে রেখেছে তাদেরও তাদেরও সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ব্যান্ডেল স্টেশনকে সাজানোর কাজ শুরু হয়েছে রেলের তরফে। নেওয়া হয়েছে একাধিক প্রকল্প কর্মসূচি। স্কুলটি রেলের জায়গায় ছিল। তাই বন্ধ করা হয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article